করোনামুক্ত হলেন সাংসদ রুমিন ফারহানা

15

করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির এ সংসদ সদস্য। তিনি বলেন, রবিবার করোনার দ্বিতীয়বার পরীক্ষার পরে ফল নেগেটিভ এসেছে।’
এদিকে রুমিন ফারহানা নিজের ফেসবুক অ্যাকাউন্টে করোনা নেগেটিভের কথা উল্লেখ করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আমি এখন করোনামুক্ত।’

এর আগে, গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তার করোনা পজিটিভ।