না’গঞ্জে বন্দরের ফরাজিকান্দা-কলাগাছিয়া সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা অসহায় গ্রামবাসি
নারায়ণগঞ্জ বিডিইউনিয়ন নিউজ প্রতিনিধিঃমোঃ আব্দুর রহমান
আইডি নং-৭২৮
নারায়ণগঞ্জের বন্দরের ফরাজিকান্দা-কলাগাছিয়া সড়কের বিভিন্ন স্পটে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।
পুরো সড়ক টাই ভাঙ্গাচুড়া কলাগাছিয়া ইউনিয়নের মানুষ খুব অসহায় দেখার যেন কেউ নেই সারা বছর কষ্ট করে চলাচল করতে হচ্ছে। প্রাচীন এই সড়কে আজও কোন উন্নয়ন হয়নি।
ছবিটি বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ শুভকরদী এলাকা থেকে তোলা। এতে দেখা যায় সামান্য বৃষ্টিতেই এখানে দিনের পর দিন হাটু সমান পানি জমে থাকে। যেখানে ঐ এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে।
এলাকাবাসীর মতে, ইউনিয়ন পরিষদের হেয়ালীপনায় প্রতি বৎসরই তাদের এই ধরনের প্রতিকূলতা পাড়ি দিতে হয়। এর ফলে ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী।
জানাযায়,কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নামতে পারেনা বিধায় আমাদের এ কষ্ট ও ভোগান্তি। আমরা আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে বহুবার এ ব্যপারে জানিয়েছি, জানানো হলেও এর কোন প্রতিকার পাইনি।
কলাগাছিয়া হতে মদনগঞ্জ, ফরাজীকান্দা, বন্দর যাতায়াতের একমাত্র প্রধান সড়ক এটি, কয়েকটি গ্রামের জনসাধারণের গুরুত্ব পুর্ন এ সড়কটি যদি দ্রুত ড্রেনের ব্যবস্থা করা না হয়, তাহলে সড়কটি যে কোন সময় গর্তে পরিনত হতে পারে, এ জলাবদ্ধতার পানিতে হেঁটে দেখা দিয়েছে পানিবাহীত চর্মরোগ, হচ্ছে হাটা চলারও অসুবিধা। এখন ছোট ছোট গর্ত হয়ে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
স্থানীয় মেম্বার তথা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম জানান, সড়কটির পাশে ২ টি পুকুর ভরাট করে ফেলায় এবং পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ভরা মৌসুমে পানি আটকা পড়ে যায়।
সরেজমিনে দেখা যায় শুভকরদী ছাড়াও ঘনবসতি এলাকার এই সড়কের বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতা’র কারণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাম বাসীর।