পাংশা উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

55
শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৯ আগষ্ট সকাল ১০ টায় উপজেলার সার্বিক বিষয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী ।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা মডেল থানার ওসি পক্ষে এস আই হিরু বরুয়া, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার,
এছাড়া বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগন সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন।
শেষে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন রাজবাড়ী ২ আসনের সাংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এম পি।