চেক বিতরণ অনুষ্ঠান
মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী
আইডি নং-৮৪৩
প্রধানমন্ত্রী কর্তৃক নন – এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – কর্মচারীদের মাঝে প্রদত্ত অনুদানের
চেক বিতরণ করা হয়।
আজ বেলা সাড়ে ১১টার সময় ফুলপুর অফির্সাস ক্লাব মিলনায়তনে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাসরিন আক্তার। মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ৪০ জন শিক্ষক ও কর্মচারী এবং স্বতন্ত্র এবতেদায়ীর ৭২ জন শিক্ষকসহ মোট ১১২ জনের মধ্যে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।