ওসমানীনগরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
এমদাদুর রহমান খান(৮৩৭)
ওসমানীনগর( সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যাগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
৮ ( সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের হল রুমে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আফসানা তাছলিম, থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান,সহ সভাপতি মোঃ আব্দাল মিয়া,উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিক্ষা অফিসার দিলিপময় দাস চৌধুরী, তথ্য অফিসার রোহানী আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম,প্রধান শিক্ষক শহীদ হাসান,দারিদ্র বিমুচন কর্মকর্তা রবিন্দ্র কুমার সরকার,মৎস্য কর্মকর্তা মাশরূপা তাসলিম, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ ও সদস্য এমদাদুর রহমান খান। সভায় বক্তারা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।