পটুয়াখালী বড় জামে-মসজিদ সড়কে “”রূপান্তর”” নামে লেডিস বিপণন কেন্দ্রের মালিক মুহাম্মদ ইব্রাহীম খান। পরিবারের অস্বচ্ছলতার কারনে তিনি এইচ,এস,সি পরীক্ষার পরে আর পড়াশোনা করতে পারে নি। ২০১৮ সালে’ই পড়াশোনার ইতি টেনে তিনি জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান শাওন গার্মেন্টস, শাওন কালেকশন ও পিঙ্ক পার্কে কর্মচারী হিসেবে চাকুরি করতেন। তার মনে সব সময় এটাই চলতো কিছু একটা হতেই হবে । সে দুই বছর চাকরি করে কিছু টাকা জমালেন এবং তার মায়ের জমানো থেকে কিছু টাকা নিয়ে মোট ৫০০,০০০ টাকা দিয়ে মেয়েদের টপ্স,বোরখা,প্লাজু,থ্রি-পিস ইত্যাদির ব্যবসা শুরু করেন। বলে রাখা ভালো, ছোট সময় থেকেই সে ছিলো আইটি এক্সপার্ট। সে ব্যবসার অন্যতম মাধ্যম হিসেবে অনলাইন ডেলিভারী শুরু করেন। মেয়েদের যেকোন ড্রেস অনলাইনের মাধ্যমে ডেলিভারী দিয়ে থাকেন। এর ফলে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। তিনি ইন্টারনেট ব্যবহার (ই- কমার্স)করার ফলে প্রতিদিন স্বাভাবিকের তুলনায় কয়েকগুন ব্যবসা করে থাকেন। যেখানে তার বন্ধুরা এখনো পড়াশোনা করছে। অথবা বেকার ও অনিশ্চিত জীবন পার করছে। কিন্তু ইব্রাহীম খান মাত্র বাইশ বছরেই সফল। যা তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা বাস্তব গল্প। তার ব্যবসার উন্নতির বিষয় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, করোনা মহামারিতে যখন মানুষ দেউলিয়া হয়ে ব্যবসা ছেড়ে দিচ্ছিলো তখন আমি “”রূপান্তর”” নামে দোকান দেই এবং অনলাইন পেইজ খুলি। এর পর থেকে আমাকে আর পিছু তাকাতে হয়নি।
মোঃ তরিকুল ইসলাম (তুহিন)
রিপোর্টার,
বিডি ইউনিয়ন নিউজ
পটুয়াখালী।
আই’ডি ণং -৮৮৪