নন্নীতে ডিপ্লোমা চিকিৎসকের বিশেষজ্ঞ ডাঃ বলে মাইকিং করে প্রচার!
শেরপুর জেলা সংবাদদাতাঃ
আইডি ৮৩১
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নে গত ০৯/০৯/২০ থেকে নিয়মিত মাইকিং এর মাধ্যেমে নিজেকে বিশেষজ্ঞ দাবি করে আত্ব প্রচার করে আসছেন ২ জন মেডিকেল এসিস্ট্যান্ড ডাঃ রাজু মিয়া,ও ডাঃ রিশা সরকার,তারা দুজন স্বামী স্ত্রী, ময়মনসিংহ তালেব আলী ম্যাটস থেকে ডিপ্লোমা ও এফ টি সি, অর্থ -ফিল্ড ট্রেনিং সার্টিফিকেট – অর্থাৎ ইন্টার্নী করেন শেরপুর সদর হাসপাতালে,
এদিকে এলাকাবাসি জানায় নালিতাবাড়ির কদমতলী বাজারে মুদি দোকানি কথিত রবি ডাঃ যিনি সর্ব রোগের চিকিৎসা ও সার্জারি করে আসছেন! এবং ময়নার বাপ সর্বরকম হাড়ের চিকিৎসা ও সার্জারি করে আসছেন।
রবি ডাঃ ৩য় শ্রেণি পর্যন্ত পড়ে ঢাকায় ৫ বছর রিক্সা চালান পরে উপায়ন্তর না পেয়ে নিজ এলাকায় মুদি দোকান দিয়ে পার্বতীতে ডাঃ বনে জান, এবং ময়নার বাপ অন্যের বাড়ীতে বছর মেয়াদি ও দিন হাজিরা কাজ করতেন বলে এলাকার প্রবিন মহিলা জামেনা বেগম জানান,
এলাকাবাসি জমির মিয়া জানায় তাদের অপচিকিৎসায় অনেকের মৃত্যু ও পঙ্গুত্ব বরন করতে হচ্ছে
এলাকাবাসী জানায়
গত ২ দিন যাবৎ তাদের এমন মাইকিং প্রচারে শিক্ষিত মহল বিশ্বয় প্রকাশ করে বলেন যুগ্যতার অতিরিক্ত প্রচার জনমনে বিভ্রান্তি ও সাধারন মানুষ কে বুকা বানানো হচ্ছে! তারা
সিভিল সার্জন সহ কতৃপক্ষের দৃস্টি আকর্ষন করেন।