ডা.এম.এ.মান্নান,আইডি নং-৮১৩
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কাঠুরি গ্রামের আজিজ মিয়ার মেয়ে মাফিয়া আক্তার (৩) খেলার সময় পানিতে পরে মৃত্যুবরণ করেছে।
আজ শনিবার, ১২ সেপ্টেম্বর দুপুর প্রায় ২ টায় সময় খেলা করতে গিয়ে বাড়ির কাছের ডোবার পানিতে পড়ে যায় মাফিয়া নামে তিন বছরের কন্যা শিশু।
নিহতের মা ও প্রতিবেশীরা শিশু মাফিয়াকে উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহেদ আল ইমরান মৃত ঘোষণা করেন।
এদিকে পানিতে ডুবে শিশু মাফিয়ার মৃত্যুর সংবাদ শুনে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।