শ্রেষ্ঠ ওসিতে ভৃষিত হলেন মাহবুবে খোদা

3
মোঃ আরিফুল ইসলাম খান শাহীন আইডি নং১০২৯ গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উত্তর বিভাগের ২ মাসের মাসিক মিটিং শেষে গতকাল ১১/০৯/২০২১ ইং তারিখে শ্রেষ্ঠ ওসিতে ভূষিত হন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা।এ সময় তাকে শ্রেষ্ঠ ওসির জন্য ক্রেস্ট তুলে দেন উপ কমিশনার জাকির হাসান ( অপরাধ উত্তর বিভাগ) জানা যায় গত ২ মাসে কাশিমপুর থানায় বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদক আটক করেন এবং ২ টি ক্লু লেস হত্যা মামলার আসল ঘটনা উদঘাটন করেন কাশিমপুর থানা পুলিশ।তাছাড়া পিকআপ ভ্যান ছিনতাইকারীর ৫ সদস্য সহ ছিনতাইকৃত পিকআপ ভ্যান উদ্ধার করে ব্যাপক আলোচিত হন কাশিমপুর থানা পুলিশ।এ ব্যাপারে ওসি মাহবুবে খোদার সাথে কথা বললে তিনি বলেন, আমরা কাশিমপুর কে মাদক মুক্ত করতে বদ্ধপরিকর , তারই ধারাবাহিকতায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং অনেক মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পেরেছি এবং আগামিতেও অভিযান অব্যাহত থাকবে তিনি আরো বলেন কাশিমপুর থানার উপ পুলিশ পরিদর্শক দিপাংকর রায় মাদক অভিযানে সাফল্য অর্জন করাতে সেও শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শকে ভৃষিত হন (অপরাধ উত্তর বিভাগ) এবং তাকে ক্রেস্ট তুলে দেন উপ – পুলিশ কমিশনার জাকির হাসান।