পাংশায় মনির কসমেটিক্সের নকল পণ্য বিক্রয়ের দায়ে ৫০ হাজার টাকা জড়িমানা

179
-শামিম বিশ্বাস রাজবাড়ীঃ-আইডি নংঃ ১০১৫
রাজবাড়ীর পাংশায় জেলা ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত মঙ্গলবার এক অভিযান চালিয়ে মনির কসমেটিক্স এর মালিক মনিরকে নকল পন্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জড়িমানা করছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি জেলা ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক মোঃ শরিফুল ইসলাম। বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ সেপ্টেম্বর) পাংশা মনির কসমেটিক্স এর মালিক মনিরের পাংশা সরদার বাস ষ্ট্যান্ডের পার্শে নিজ বাড়ির গোডাউনে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ৭৯০ পিস নকল দুলহান কেশ তেল ইউনিভার্সাল কোম্পানির ১৭৫ পিস যৌন উত্তেজক জিনজেন সিরাপ ও ১৩২০০ পিস টেষ্টি স্যালাইন। জব্দ করা হয়। নকল দুলহান কেশ তেল সংরক্ষন ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার আইনের ৪১ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উৎসুক জনতাদের কেও কেও বলেন, শুনেছি মনির নকল ক্রিম তৈরি করে বিক্রি করে। এখন দেখছি মনিরের কব্জায় ভেজাল পন্যের ছড়াছড়ি।
এবিষয়ে মনির কসমেটিক্সের মালিক মনিরের কাছে জানতে চাইলে তিনি তার সকল পন্য বৈধ বলে দাবি করেন।