জাতীয় দলের ক্রিকেটার তামিমকে দলে ফেরাতে চট্টগ্রামে মানববন্ধন

39
মোঃ মহিউদ্দিন ফারুকী আইডি নং -৯১৮ চট্টগ্রাম রিপোর্টার
 ১৪ সেপ্টেম্বার ২০২১ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল কে টি-২০ দলে ফিরিয়ে আনার জন্য চট্টগ্রামের কাজীর দেউড়ি তে তার নিজ বাড়ি সংলগ্ন এলাকায় একটি মানববন্ধনের আয়োজন করে ক্রিকেট প্রেমী চট্টগ্রামবাসী। মানববন্ধনে তাদের হাতে “প্লিজ তামিম ফিরে আসো, বিসিবি সিনিয়র ক্রিকেটারদের সম্মান দাও, কাম ব্যাক তামিম’- ইত্যাদি ফেস্টুন ছিল ।
মানববন্ধনে ক্রিকেট প্রেমিক বক্তারা বলেন, বাংলাদেশ দল থেকে মাশরাফিকে সরিয়ে দেয়া হল। রিয়াদও টেস্ট ক্রিকেটে ভালো করার পর অভিমান করে অবসরের ঘোষণা দিলেন। মুশফিকুর রহমানও উইকেট কিপিং না করার কথা বলেছে। একইভাবে অভিমান করে তামিমও বিশ্বকাপে না খেলার কথা বলেছেন। এসময় তারা তামীম ইকবাল কে টি-২০ দলে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী ব্যানারে।