“১২ই সেপ্টেম্বর থেকে কাউন্টারে বিক্রি শুরু হয়েছে ট্রেনের টিকিট”
মাসুদ পারভেজ (আইডি নং- ৮৭২)
ঢাকা প্রতিনিধি
বিডিইউনিয়ন নিউজ
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছিল রেল কর্তৃপক্ষ । অনলাইনে ওয়েবসাইট এবং মোবাইল এপের মাধ্যমে টিকেট বিক্রি হয়ে আসছিল। সাড়ে পাঁচমাস পর ১২ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল থেকে আবারো আন্তঃনগর ট্রেনের পাশাপাশি কমিউটার-মেইল-লোকাল ট্রেনের টিকিট কাউন্টারেই বিক্রি শুরু হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের প্রতিটি ট্রেনের মোট সিট সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে । যার সবগুলোই অনলাইন এপ এবং ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যেত ।
কিন্তু ১২ই সেপ্টেম্বর থেকে এ ৫০ শতাংশ টিকিট কাউন্টার এবং অনলাইন এই দুই মাধ্যমেই পাওয়া যাচ্ছে । এক্ষেত্রে ২৫ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ২৫ শতাংশ টিকিট মোবাইল এপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে ।