স্বাগত মিষ্টি ঘর এখন গোয়ালাবাজারে

230
ওসমানীনগর প্রতিনিধিঃএমদাদুর রহমান খাঁন (৮৩৭)
সিলেটের বালাগঞ্জের ঐতিহ্যবাহী স্বাগত মিষ্টি ঘর এখন ওসমানীনগরের গোয়ালাবাজারে। বৃহস্পতিবার স্থানীয় গোয়ালাবাজারস্থ হাজি নছিব উল্লা মার্কেটে উদ্ভোধন হয় স্বগত মিষ্টি ঘর।
উক্ত প্রতিষ্ঠানের প্রোপাইটার সুবল ধর জানান, উন্নত সেবা ও সাশ্রয়ী মূল্যে ভালো মানের মিষ্টি পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে স্বাগত মিষ্টি ঘরের উদ্ভোধন করেছেন।