ডিমলায় ভ্রাম‍্যমান আদালত পরিচালনা ও জরিমানা

13
সুমন রেয়াজী।জেলা প্রতিনিধি,নীলফামারী।আইডি৪৪২।
আজ ২১/০৯/২০২১ ইং তারিখে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসন কতৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নীতিমালায় ভেজাল খাদ্যদ্রব্য সংরক্ষণের এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।।সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইবনুল আবেদীন ডিমলা থানার এস আই মোঃ আবুল কালাম আজাদ ও কয়েকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে ডিমলা উপজেলার বিভিন্ন হোটেল,ফলের দোকান ও স্ন্যাক্সের দোকানে এ অভিযান পরিচালনা করেন।এসময় মসজিদ মার্কেটের সামনে আমিনুরের ফলের দোকান থেকে মেয়াদউত্তীর্ন বিভিন্ন বিস্কুট ও কেক পাওয়ার কারনে তাকে একহাজার টাকা ও বৈশাখী হোটেলের মালিককে ফ্রিজে মাংস রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।