টিকিটের জন্য আন্দোলন করে লাভ নেই
সৌদি আরবে ফেরার টিকিটের দাবিতে প্রবাসীদের আন্দোলন করে লাভ হবে না, বরং ক্ষতি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি।
এভাবে আন্দোলন করলে সৌদি সরকার নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ভিসা ও আকামার মেয়াদ ৩ মাস বাড়াতে সৌদি সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে।
প্রবাসীদের সৌদি আরব পাঠাতে প্রস্তুত আছে বাংলাদেশ বিমান। প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরণের বিক্ষোভের ফুটেজ সৌদি সরকার দেখে থাকলে হয়তো সে দেশে তাদের ঢোকা বন্ধ করে দেয়া হবে। সৌদির সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, এ অবস্থায় এ ধরণের পরিস্থিতি নিজেদের পায়ে কুড়াল মারার সামিল বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, ভিসা বাড়ানোর বিষয়ে রোববারের আগে কোনো সিদ্ধান্ত আসবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। দুপুরে রাজধানীর ইস্কাটনে এ কথা জানান তিনি। টিকিট না পাওয়া গেলেও সৌদি প্রবাসীদের ধৈর্য্য ধরারও আহ্বান জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।