এপেক্স ক্লাব অব গাজীপুর ও এপেক্স ক্লাব অব ঢাকা রয়্যালসের ডিনার মিটিং অনুষ্ঠিত
শুক্রবার (২২ সেপ্টেম্বর): আন্তর্জাতিক ফেলোশিপ, সিটিজেনশিপ ও সার্ভিস নির্ভর, এপেক্স গ্লোবাল কর্তৃক অনুমোদিত এপেক্স ক্লাব অব গাজীপুর ও এপেক্স ক্লাব অব ঢাকা রয়েলস এর ডিনার সভা অনুষ্ঠিত হয়।
গত ২২ সেপ্টেম্বর সকালে জয়দেবপুরের বিখ্যাত কোর্টইয়ার্ড গার্ডেন ক্যাফে রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে ক্লাব প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম মারুফ ও টিপু সুলতান। ডিস্ট্রিক্ট গভর্নর এর সঞ্চালনায় জাতীয় বোর্ড সদস্যরা বক্তব্য রাখেন।
রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট শফিকুল ইসলাম এর পক্ষ থেকে তালের চারা উপহার দেয়া হয়।
সর্বশেষ মালয়েশিয়ায় এপেক্স গ্লোবালের আন্তর্জাতিক বোর্ড সভায় বাংলাদেশের জাতীয় বোর্ডকে বৈধতা স্বীকৃতি প্রদান করায় জাতীয় সভাপতি ও এপেক্স গ্লোবালের সভাপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এপেক্স ক্লাব অব গাজীপুর ও ঢাকা রয়েলস
বোর্ড।