কাশিমপুরে পালিত হলো ” ওপেন হাউজ ডে”

20
মোঃ আরিফুল ইসলাম খান শাহীন আইডি নং১০২৯ গাজীপুর প্রতিনিধি।
মাদক ছেড়ে খেলতে চল, মাদকমুক্ত সমাজ গড়, এই স্লোগানকে সামনে রেখে কাশিপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদার নির্দেশনায়, উক্ত ওপেন হাউজ ডে তে উপস্থিত ছিলেন মোঃ শেখ মিজানুর রহমান ( ওসি তদন্ত) । উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্করের সঞ্চালনায় উক্ত ওপেন হাউজ ডে পালিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোহাম্মদ আলহাজ্ব মোনতাজ উদ্দিন মন্ডল, সাবেক মেম্বার নুরুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকায় চুরি, ছিনতাই বাল্যবিবাহ এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে কাশিমপুর থানা পুলিশের অবস্থান এমনটাই বলেছেন কাশিমপুর থানার ওসি (তদন্ত) মোঃ শেখ মিজানুর রহমান এবং তিনি সবার কাছে সহযোগীতা চেয়েছেন যাতে করে বাল্যবিবাহ এবং মাদকের থাবা থেকে কাশিমপুর কে মুক্ত করা যায়। উক্ত “ওপেন হাউজ ডে ” তে বক্তব্য রাখেন কাউন্সিলর ২ নং ওয়ার্ডের আলহাজ্ব মোনতাজ উদ্দিন মণ্ডল সহ অনেকেই।