ডোমারে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড -২০২১ অনুষ্ঠিত

67

সুমন রেয়াজী।ডোমার প্রতিনিধি।নীলফামারী।আইডি ৪৪২:আজ ২৮.০৯.২০২১ ইং তারিখ ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড -২০২১ অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করে।মাধ্যমিক পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে চ্যাম্পিয়ান হয় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় চিলাহাটী গার্লস স্কুল এন্ড কলেজ।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সবনমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব জাহিদ ইবনুল মোজাক্কীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম মহোদয় এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম ।প্রতিযোগিতাটি সুষ্ঠভাবে পরিচালনা করেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম,আঠিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বানেশ্বর রায়,ডোমার বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম।এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।