সিলেটের এক মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ!

45

সিলেটের এক মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ!

মারুফ আহমেদ বিয়ানীবাজার সিলেট প্রতিনিধি ১০৯৭

নামঃ সুহাগ আহমদ
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ঘটিকার সময় তার নিজ বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ছেলেটি হারিয়ে যায়।

যানা গেছে ছেলেটি সিলেট জিন্দাবাজার এক প্রাইভেট মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র ।

সুহাগ দক্ষিণ সুরমা উপজেলার, জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের মোহাম্মদ শাইস্থা মিয়ার ছেলে।

সুহাগের বয়স হচ্ছে ১১বছর, তার গায়ের রং ফর্সা। তার পরনে মাদ্রাসার নির্ধারিত পোশাক ছিলো।

যদি কেউ ছেলেটিরর সন্ধান পেয়ে থাকেন নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো
01712811698,
+8801749228531 , +8801715454973, 01747469010, 01746467988
শেয়ার করে সহযোগিতা করুন।