৪র্থ এনডিএফবিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসবের ১ বছর পূর্ন হওয়ায় এনডিএফবিডি সিলেট জোনের কো-অর্ডিনেটর এর স্মৃতিচারন।

62
নিজস্ব প্রতিবেদক : ৪ অক্টোবর ২০১৯
কিছুক্ষনের জন্য এক বছর পূর্বে
আর পাঁচটা সাধারণ দিনের মতোই ছিল ঐ দিনটাও
তবে কী জানি একটা আমেজ ছিলো সবার মধ্যে, পুরো সিলেট জুড়ে সাজ সাজ রব,
উৎসব উৎসব আমেজ সিলেটের প্রানকেন্দ্র কাজী নজরুল অডিটোরিয়ামে
ভোর থেকেই একদল সংগঠকদের আনাগোনা অডিটোরিয়ামে, বেলা বাড়তেই ধীরে ধীরে সিলেটের বিভিন্ন স্কুল/ কলেজ এর স্টুডেন্টদের আগমনে অডিটোরিয়াম কানায় কানায়
পূর্ন , তারপর আবার সবাইকে নিয়ে বিশাল র্যালি, র্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য,
এ পালা শেষ হলে শুরু হল দেশ সেরা উপস্থাপক সবার প্রিয় দাদা’র সেই প্রিয় কন্ঠস্বর
দাদার কথার আবেশে পুরো অডিটোরিয়ামে যেন ভালোবাসার অগ্নুৎপাত হচ্ছে।
তারপর একটার পর একটা বিতর্ক সেমিনার এবং তার মাঝে মাঝে বিটবক্সিং যেন অডিটোরিয়ামের সবাইকে আরো প্রানবন্ত করে তুলছিলো।
তারপর তো, আঞ্চলিক বিতর্কে সিলেট, বরিশাল, রংপুর, খুলনার কথার ফুলঝুরি।
এবার প্ল্যানচেট বিতর্কের ভৌতিক আবেশে হুমায়ুন আহমেদ, আব্দুল করিম, কিংবা মাইকেল জ্যাকসনের ফিরে আসা এ যে এক বর্ণনাতীত অসাধারণ মুহুর্ত,
ভালোবাসার অনিন্দ্যে সুন্দর মুহুত উপভোগ করে পুরো সিলেটবাসীর বিতর্ক প্রেমীরা।
সব শেষে আবার সিলেটের সেরা শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
এটা এনডিএফবিডি ৪র্থ সিলেট ডিভিশনাল ডিবেট ফেস্টিভ্যাল
আজ সেই ভালোবাসাময় দিনের (৪র্থ ফেস্টিভ্যাল) ১ বছর পূর্ন হল, আজ ১ বছর পরেও সেই দিনটা চোখের সামনে ভাসছে, অনুভব করতে পারছি সেই আনন্দময় মুহূর্তগুলাকে
এনডিএফবিডি ফেষ্ট
সে যে শত আবেগে জড়ানো একটি দিন।
এ বছর বিশ্বের এই করুন অবস্থাতে আমরা সবাই একসাথে শামিল হতে পারিনি এনডিএফবিডির যুক্তির মিছিলে
তবে এই পৃথিবী সুস্থ হলে, আবারো সিলেটের মাটিতে বিতর্ক উৎসব নামবে।
‘জয়তু এনডিএফবিডি’ ধ্বনিতে মুখরিত হবে সারা সিলেট ।
কিছু শব্দ গুচ্ছ আবারো উচ্চারিত হউক বিতর্কের তরে, ভালোবাসার মানুষদের তরে,
আবারো জয়তু এনডিএফ বিডি স্লোগানে সিলেটের ক্যাম্পাসে ক্যাম্পাসে আলোকিত হোক বিতর্কের জয়গান…
আবার যুক্তির স্লোগানে মুখরিত হোক সিলেটের শত বিতার্কিকদের প্রানের সংগঠন এনডিএফ বিডি
সর্বস্তরের বিতর্ক যোদ্ধাদের প্রতি ভালোবাসা ও শুভ কামনা রইলো।
জয়তু বিতর্ক
জয়তু এনডিএফ বিডি”ফিরে যাওয়া!
আর পাঁচটা সাধারণ দিনের মতোই ছিল ঐ দিনটাও
তবে কী জানি একটা আমেজ ছিলো সবার মধ্যে, পুরো সিলেট জুড়ে সাজ সাজ রব,
উৎসব উৎসব আমেজ সিলেটের প্রানকেন্দ্র কাজী নজরুল অডিটোরিয়ামে
ভোর থেকেই একদল সংগঠকদের আনাগোনা অডিটোরিয়ামে, বেলা বাড়তেই ধীরে ধীরে সিলেটের বিভিন্ন স্কুল/ কলেজ এর স্টুডেন্টদের আগমনে অডিটোরিয়াম কানায় কানায়
পূর্ন , তারপর আবার সবাইকে নিয়ে বিশাল র্যালি, র্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য,
এ পালা শেষ হলে শুরু হল দেশ সেরা উপস্থাপক সবার প্রিয় দাদা’র সেই প্রিয় কন্ঠস্বর
দাদার কথার আবেশে পুরো অডিটোরিয়ামে যেন ভালোবাসার অগ্নুৎপাত হচ্ছে।
তারপর একটার পর একটা বিতর্ক সেমিনার এবং তার মাঝে মাঝে বিটবক্সিং যেন অডিটোরিয়ামের সবাইকে আরো প্রানবন্ত করে তুলছিলো।
তারপর তো, আঞ্চলিক বিতর্কে সিলেট, বরিশাল, রংপুর, খুলনার কথার ফুলঝুরি।
এবার প্ল্যানচেট বিতর্কের ভৌতিক আবেশে হুমায়ুন আহমেদ, আব্দুল করিম, কিংবা মাইকেল জ্যাকসনের ফিরে আসা এ যে এক বর্ণনাতীত অসাধারণ মুহুর্ত,
ভালোবাসার অনিন্দ্যে সুন্দর মুহুত উপভোগ করে পুরো সিলেটবাসীর বিতর্ক প্রেমীরা।
সব শেষে আবার সিলেটের সেরা শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান,
এটা এনডিএফবিডি ৪র্থ সিলেট ডিভিশনাল ডিবেট ফেস্টিভ্যাল।
আজ সেই ভালোবাসাময় দিনের (৪র্থ ফেস্টিভ্যাল) ১ বছর পূর্ন হল, আজ ১ বছর পরেও সেই দিনটা চোখের সামনে ভাসছে, অনুভব করতে পারছি সেই আনন্দময় মুহূর্তগুলাকে।
এনডিএফবিডি ফেষ্ট
সে যে শত আবেগে জড়ানো একটি দিন..
এ বছর বিশ্বের এই করুন অবস্থাতে আমরা সবাই একসাথে শামিল হতে পারিনি এনডিএফবিডির যুক্তির মিছিলে
তবে এই পৃথিবী সুস্থ হলে, আবারো সিলেটের মাটিতে বিতর্ক উৎসব নামবে।
‘জয়তু এনডিএফবিডি’ ধ্বনিতে মুখরিত হবে সারা সিলেট ।
কিছু শব্দ গুচ্ছ আবারো উচ্চারিত হউক বিতর্কের তরে, ভালোবাসার মানুষদের তরে,
আবারো জয়তু এনডিএফ বিডি স্লোগানে সিলেটের ক্যাম্পাসে ক্যাম্পাসে আলোকিত হোক বিতর্কের জয়গান…
আবার যুক্তির স্লোগানে মুখরিত হোক সিলেটের শত বিতার্কিকদের প্রানের সংগঠন এনডিএফ বিডি।
সর্বস্তরের বিতর্ক যোদ্ধাদের প্রতি ভালোবাসা ও শুভ কামনা রইলো।
জয়তু বিতর্ক
জয়তু এনডিএফ বিডি।