বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতার জন্য বিএমএসএফ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে দোয়ার আয়োজন
মৌলভীবাজার প্রতিনিধিঃ(৮৯৩) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতার জন্য বিএমএসএফ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক সরওয়ার আহমদ, বিএমএসএফ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি তাজুদুর রহমান, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, এম এ কাইয়ুম সুলতান, রোমান আহমদ, এনামুল আলম, ওপেন আই ডটকমের লিসবন পর্তুগালের প্রতিনিধি অদুদ মিয়া সুমন, এমরান খান, জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
ইনসাইট দেখুন
পোস্টের দর্শক সংখ্যা 0
লাইক করুন
কমেন্ট করুন
শেয়ার করুন