এমরান খানঃ(৮৯৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার(১২ই অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধূরী’র সভাপতিত্বে ও শিক্ষক আবুল হোসেন সাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা জহুরা আলাউদ্দীন এমপি,স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধূরী,শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,খলিলপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,খলিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন চৌধূরী।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হাসিম চৌধূরী,প্রতিষ্ঠাতা মোঃ শাহজাহান,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান ,শিক্ষানুরাগী সদস্য খালিছুর রহমান,সদস্য মোঃ সেলিম মিয়া,
এমপি পুত্র সিএম মাশরুর আজম,এমপি’র একান্ত সচিব মকবুল হোসেন চৌধূরী, রিপন মিয়া, জুবায়ের আহমেদ।
পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন ।