খন্দকার শাকের আহম্মেদ নেত্রকোণা ডিবি’র ইনচার্জ হিসাবে যোগদান

98
পুলিশ ইন্সপেক্টর খন্দকার শাকের আহমেদ নেত্রকোনা জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ এর দায়িত্ব পেয়েছেন।
গত ১২-১০-২০২০ইং( সোমবার) তিনি যোগদান করেন।
তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অপারেশন ও তদন্ত ওসি হিসাবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সৎ ও পরিশ্রমী পুলিশ অফিসার। তিনি মাদক, ছিনতাই,হত্যা মামলা, অপহরণ মামালা আসামী গ্রেফতার করে ময়মনসিংহ রেঞ্জ ও জেলায় বহুবার পুরস্কার পেয়েছেন। নেত্রকোণা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রক হিসাবে কাজ করবে তিনি।
তার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, জেলা গোয়েন্দা সংস্থা’ডিবি পরিদর্শক হিসেবে নেত্রকোণায় তার প্রথম কর্মস্থল। মাদক,জুয়া, সন্ত্রাস-জঙ্গিবাদ,বাল্যবিবাহ, ইভটিজিংসহ সর্বপুরি অপরাধ নির্মূলে কাজ করব। এব্যাপারে আমার অবস্থান থাকবে কঠোর। অপরাধী যে কেউ হউক না কেন ছাড় দিবেন না বলেও জানান তিনি।
নেত্রকোণা জেলার আইনশৃংখলার সার্বিক পরিস্থিতি ভাল রাখতে সকল মহলে সহযোগিতার কামনা করেন নবাগত ওসি শাকের আহম্মেদ।
খন্দকার শাকের নেত্রকোনা জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ এর দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তার সফলতা কামনা করি।