ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পোনা মাছ আটক
এমদাদুর রহমান খান(৮৩৭)
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পোনা মাছ আটক করা হয়েছে।সরকারী নির্দেশনা অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২৩ সেন্টিমিটার বা ০৯ ইঞ্চির নিচে রুই জাতীয় মাছ আহরন,পরিবহন,বিক্রয় নিষিদ্ধ।আজ ১৪ অক্টোবর রোজ বুধবার বিকাল চার ঘটিকায় উপজেলার গোয়ালাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রুই জাতীয়(রুই,কাতল,মৃগেল,কালিবাউস,ঘনিয়া) মাছ প্রায় ১০ কেজি পোনা মাছ জব্দ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাহমিনা আক্তার,উপজেলা মৎস অফিসার মাসরুপা তাসলিম ও এস আই মধুসুদন।