গাইবান্ধা জেলা প্রতিনিধি ID -904
রাত যত গভীর হয় ততই গোবিন্দগঞ্জ চার মাথা মোড়ে কমলা, আপেল, আংগুর,কটকটি বিক্রির নামে চলে রমরমা ব্যাবসা। প্রতি কেজি আপেল সচরাচর দিনের বেলা বিক্রি হয় ১২০ থেকে ১৩০ টাকা রাত গভীর হলেই সেই সব ফলের দাম হয় ১৫০ থেকে ১৬০ টাকা।যেন সরকারী ফুট পাত দখল করে, মরার উপর খারার ঘা,তার পরেও খারারের মান নিয়ে রয়েছে নানান অনিশ্চয়তা।
স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

