সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে। আমাদের শিক্ষা কারিকুলামেও তা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ ১৫ সাধারণ কাউন্সিলর এবং ৫ নারী কাউন্সিলরের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সামাজিক এই ব্যাধিগুলো শুধুমাত্র নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে শিশুবেলা থেকেই শিক্ষা দিতে হবে।
এরপরও সমাজে অপরাধ ঘটে। তার বিচারের জন্য আইনি ব্যবস্থা আরও সুসংহত হয়েছে এবং তার প্রয়োগ আরও সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সচেতনতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সবার প্রচেষ্টায় সামাধিক ব্যাধি থেকে মুক্ত হতে পারব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েল, কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী বাবু, নারী কাউন্সিলর আয়েশা রহমান প্রমুখ।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, ইউসুফ গাজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্ল্যাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।