গোবিন্দগঞ্জে জমি জমা নিয়ে ভাই বোনের দ্বন্দ্বের জেরে দুলাভাই কে জীবননাশের হুমকি
গাইবান্ধা জেলা প্রতিনিধি Id No.,…. 904
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়ারিশকূত জমি জমা নিয়ে ভাই বোনের দ্বন্দ্বের জেরে দুলাভাই কে জীবননাশের হুমকি ও মারপিটের অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, পৌরসভার বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার বাসিন্দা মূত মহির উদ্দিনের ছেলে রাজমতি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, রাজমতি ও ভাগ্যকুঠির সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তারের স্ত্রীর ভাই মাষ্টার পাড়ার মোকাররম হোসেন রানা গং এর সহিত ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমি জমা নিয়ে মনোমালিন্য ও মামলা মোকদ্দমা চলিয়া আসছিল। এনিয়ে রানা ও তার দুই ভাই রুবেল,রায়হান বিভিন্ন সময়ে জীবন নাশের হুমকি, অপবাদ,ভয়ভীতি প্রদর্শন সহ মামলা তুলে নেয়ার জন্য চাপ সূষ্টি করে আসছিল।
এরই জেরে গত ২০ অক্টোবর রাতে রানা ও তার ভাইয়েরা কথা আছে বলে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে জীবনে শেষ করার উদ্দেশ্যে জলোযোগ হোটেলের সামনে অর্তকিতভাবে শার্টের কলার ধরে কিল ঘুষি মারিয়া ছিলা ফুলা জখম করে।
এসময় ছাত্তারের চিৎকারে আশেপাশের ব্যবসায়ী ও লোকজন এগিয়ে আসলে জীবননাশের হুমকি দিয়ে রানা গংরা চলে যায়।
এ বিষয়ে ছাত্তার বাদী হয়ে মোকাররম হোসেন রানা, তার দুই ভাই রুবেল, ও রায়হান কে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলার তদন্ত কারী কর্মকর্তা এ এস আই সাইফুল ইসলাম জানান,অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।