ফুলপুর উপজেলা প্রতিনিধি -Robiul Haque Babu Sarkerআইডি নংঃ-৯০৬
দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করতে গৃহনির্মাণের জন্যে ময়মনসিংহের ফুলপুরে ২০১৯-২০২০ অর্থ বছরের ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ৯৩ জন দরিদ্র মানুষের মাঝে চেক বিতরণ করা হয়। প্রতিজনকে ৩ হাজার টাকার চেক ও ১ বাণ্ডিল করে টিন বিতরণ করা হয়।টিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুইয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।