এপেক্স জেলা ২ এর সম্মেলনে এপেক্স ক্লাব অফ গাজীপুর এবং এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলস সদস্যদের যোগদান

14

গত ২৭ শে অক্টোবর শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত এপেক্স জেলা ২ এর সম্মেলনে এপেক্স ক্লাব অফ গাজিপুর এবং এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলস এর ৬ জন সদস্য যোগদান করেন। এপেক্স ক্লাব অফ গাজীপুর এর সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম মারুফ বেস্ট কোঅপারেটিভ সভাপতি হিসেবে পুরস্কার গ্রহণ করেন। এপেক্স ক্লাব অফ গাজীপুরের পিপি আমিনুল ইসলাম সুমন বেস্ট ফেলোশিপ এপেক্সিয়ান হিসেবে পুরস্কার গ্রহণ করেন এবং এপেক্স ক্লাব অব গাজীপুরের সিনিয়র সহ-সভাপতি আলী আজম সুমন early bird registration কারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন। সেই সাথে এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলসের সভাপতি টিপু সুলতান বেস্ট কো অপারেটিভ সভাপতি হিসেবে পুরষ্কার গ্রহণ করেন। এপেক্স ক্লাব অব গাজীপুর এবং এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলস এর পক্ষ থেকে নির্বাচিত জেলা গভর্নর ২ মোস্তফা আল আতিককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।