মোঃনাছিম উদ্দিন
আই ডি নং-৬৩৭
প্রতিনিধি -দেলদুয়ার,টাংগাইল।
বিডি ইউনিয়ন নিউজ
কমফোর্ট এগ্রো কেয়ার ক্রপ ক্লিনিক এর মূল লক্ষ্যে কৃষি বিষয়ক কৃষকদের সেবা প্রদান।
দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে কমফোর্ট এগ্রো কেয়ার ক্রপ ক্লিনিক চালু হতে যাচ্ছে এর মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আধুনিক চাষাবাদ সম্পর্কে পরামর্শ ও সহায়তা প্রদান করা। বিভিন্ন ফসল ও সবজি-ফল অন্যান্য লাভজনক কৃষি খাতে চাষাবাদে কৃষকদের আগ্রহ তৈরি করা তাতে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এভাবে তৃনমুল পর্যায়ের কৃষকদের নিয়ে এগিয়ে যাওয়ায় কমফোর্ট এগ্রো কেয়ার ক্রপ ক্লিনিক এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতা প্রত্যাশি।
প্রচারে
ডিপ্লোমা কৃষিবিদ নাছিম উদ্দিন
কমফোর্ট এগ্রো কেয়ার ক্রপ ক্লিনিক।
দাড়িয়াপুর,দেলদুয়ার, টাংগাইল।
০১৭৮৬৫৫১১১৫