ঝিনাইগাতীতে নক আউট পর্বের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
শেরপুর প্রতিনিধিঃ ৮৩১ :শেরপুরের ঝিনাইগাতী রায়ান স্পোটিং ক্লাব আয়োজিত নক আউট পর্বের ফুটবল টুর্নামেন্ট ২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ৭.৩০ মিনিটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঝিনাইগাতী একাদশ বনাম বাসষ্টেন্ড ট্রলী ব্যাবসায়ী ক্লাবের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার খান শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুন মাষ্টার, ক্ষুদ্র সমবায় বনিক সমিতির সাধারণ সম্পাদক আঃ হালিম। ভাস্বকার আশরাফের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের,ঝিনাইগাতী শিকরের সভাপতি আঃআওয়াল, ফ্রেন্ডস ওয়ার্ল্ড ক্লাবের সভাপতি রেজাউল করিম সহ আরো অন্যান্য ক্লাবের সভাপতি সম্পাদক মন্ডলীগন। নির্ধারিত সময়ের মধ্যে ফাইনাল খেলাটি ০-০ গোলে শেষ হয়ে যায়।পরে ট্রাইবেকারে ঝিনাইগাতী একাদশ ক্লাব ৪ গোল ও ট্রলী ব্যাবসায়ী ক্লাব ৫ গোলে জয় লাভ করে। জয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম ওয়ারেজ নাইম।