ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ।

53
শেরপুর প্রতিনিধিঃ৮৩১
শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। ৮ নভেম্বর রবিবার দুপুর ১২ টা স্থানীয় কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে সুপ্রীম সীড কোম্পানির সহযোগীতায় ৮০ জন কৃষকদের মাঝে এ বীজ বিতরনের আয়োজন করা হয়। বীজ বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আঃ কাদির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমান মনার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল্যাহ,সুমন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সহ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ,কৃষক লীগ,ছাত্র লীগের নেতৃবৃন্দ।