বাইক দুর্ঘটনায় মৃত্যু

23
মোঃ আদম আলী শাহ- রংপুর, গংগাচড়া উপজেলা প্রতিনিধি:
আইডি নং ৯০৮
১নং বেতগাড়ী ইউনিয়ন পরিষদ, কিশামত শেরপুর মিয়াপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিঠু এর একমাত্র আদরের ছেলে মোঃ রিজওয়ান আহম্মেদ উৎস, কাল রাত ৮ টার সময় তার বাবা তাকে ব্যবসার কাজে তাকে সিওবাজার পাঠায়,সে বাইক নিয়ে সিওবাজার থেকে আসার পথে ৮টায় পাগলাপির এর কাছে একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়,এবং সাথে সাথে তাকে রংপুর মেডিকেল হাসপাতাল এ নিয়ে যায় স্থানীয়রা। উৎস সেখানে ৮:৩০ মিনিটে মারা যায়।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহীর রাজিউন।এবং তার সাথে থাকা তার বন্ধু বেচে যায়।
উৎস ক্লাস দশম শ্রেণীতে পড়ে।এলাকাবাসি তার এই দুর্ঘটনায় হতাশ হয়ে পড়েন। এলাকাবাসী বলেন উৎস সৎ এবং খুবেই ভালো ছেলে,তাদের এলাকায় কান্নার আহজানি শুনা যায় শুধু।