ঝিনাইগাতীতে মাধ্যমিক শিক্ষক কল্যান পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত।

23
শেরপুর থেকেঃ ৮৩১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।২০ নভেম্বর শুক্রবার বেলা ১২ টা স্থানীয় হাজী আছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়। বার্ষিক সভা অনুষ্ঠানে কল্যান পরিষদের সভাপতি শাহাজউদ্দিন সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি, জয়নাল আবেদীন।উক্ত পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান, শেরপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সুজা, শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছরিন জাহান ফাতেমা। সভার শুরুতেই বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাছেন আলী বি, এস, সির অকাল মৃত্যুতে গভীর শোক বেদনা জানিয়ে তার আত্বার শান্তি কামনা করে সকলে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে।