দৈনিক কপোতাক্ষ নিউজের উদ্যোগে টাংগাইলে মাস্ক বিতরণ

4
ডা.এম.এ.মান্নান
নাগরপুর, আইডি নং-৮১৩ :
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রিয় অনলাইন পোর্টাল-দৈনিক কপোতাক্ষ নিউজ এর উদ্যোগে জেলা প্রতিনিধি ডা.এম.এ.মান্নানের ব্যবস্হাপনায় টাংগাইলে সকল শ্রেনী মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আজ সোমবার,৩০ নভেম্বর ২০২০ খ্রি.সকালে টাংগাইল শহর ও নাগরপুর সদরে বিভিন্ন শ্রেনী মানুষের মাঝে দৈনিক কপোতাক্ষ নিউজ পরিবারের চেয়ারম্যান ও সম্পাদক প্রভাষক মো.মহসীন আলীর অনুমতিক্রমে ডা.এম.এ.মান্নানের ব্যবস্হাপনায় মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কার্মসৃচীতে উপস্হিতি ছিলেন,জেলা প্রতিনিধি ডা.এম.এ.মান্নান,মেডিকেল অফিসার ডা.কাউছার খান,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার সাহা,মেডিকেল সহকারি মো.মকবুল, প্রভাষক ডা.আজিজুর রহমান,ম্যানেজার হাফেজ মো.মাসুম বিল্লাহ প্রমুখ।