শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

38
শেরপুর প্রতিনিধিঃ ৮৩১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর কলেজ রোড নিবাসি যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবু বক্কর সিদ্দিক (৭৫)ইন্তেকাল ‘করেছেন। ইন্নালিল্লাহি “”””””””’রাজিউন। । ৩১ নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১ টা অসুস্থতার কারণে আবু বক্কর সিদ্দিক ইন্তেকাল করেন। মৃত্যুরকালে স্ত্রী ১ছেলে ১ মেয়সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩ টা স্থানীয় সরকারি পাইলট হাই স্কুল মাঠে রাষ্টীয় মর্যাদায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান এস এম ওয়ারেছ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম, মরহুমের ছেলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়