মোঃ ইয়ামিন ভুইয়া
আই ডি নং=909
নরসিংদী সদর, নরসিংদী।
নবীপুর,আলীপুর,বাহেরচর,মানুষের দাবী পূরণে
আজ নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি
আলহাজ্ব বাদল সরকার সাহেব নবীপুর প্রাইমারি স্কুল হয়ে ব্রীজ অবধী
রাস্তাটুকু উদ্ধবোধন করেন!
এই রাস্তাটি বাস্তবায়নের লক্ষে চেয়ারম্যান সাহেব অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন!