নীলফামারীর ডোমারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং বই পড়া উৎসব’ এর উদ্বোধন

14
সুমন রেয়াজী,ডোমার প্রতিনিধি, নীলফামারী,আইডি ৪৪২ঃ
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং বই পড়া উৎসব” এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ই ডিসেম্বর) বেলা ১২টায় ডোমারের শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিম।
শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সহ-সভাপতি মো. হাফিজুর রহমান মন্ত্রী প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার কক্ষ পরিদর্শন করেন প্রধান অতিথি। এরপর পাঠাগারের পার্শ্বে শায়িত শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল বারী’র সমাধি পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১লা ডিসেম্বর গঠিত হয় শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার। যা বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার বিভাগের ‘ক’ শ্রেণির তালিকায় রয়েছে।