মোঃইয়ামিন ভুইয়া
আই ডি নং = 909
নরসিংদী সদর নরসিংদী।
১৬ ডিসেম্বর ২০২০, নজরপুর ইউনিয়ন ছাত্র লীগের অস্হায়ী কাযালয়ের শুভ উদ্বোধন করেন নজর পুর ইউনিয়ন এর চেয়ারম্যান ও নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপ্রতি মোঃ বাদল সরকার। সেখান এ অারো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাএলীগ এর সাধারণ সম্পাদক অাহসানুল ইসলাম রিমন। অনুষ্ঠান এর সভাপ্রতিত করেন নজর পুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ ইব্রাহিম সরকার,,,অায়োজনে নজরপুর ইউনিয়ন ছাত্র লীগ।