হুমায়ুন কবির,আইডি নং ৭৩৩ রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২১ ডিসেম্বর সোমবার দুপুরে নির্বাহী কর্মকর্তার নিচ তলায় স্থাপিত বঙ্গবন্ধু অদম্য কর্নারে ৪৬ টি বই সংযোজন করা হয়।
রাণীশংকৈল উপজেলা পরিষদ তাদের অর্থায়নে বঙ্গবন্ধুর জীবনির উপর লেখা এসব মূল্যবান ও গুরুত্বপূর্ণ বই গুলো প্রদান করেন।
এ সময় অদম্য কর্নারে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ। এ এছাড়াও রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বলেন, এসব বিরল সংগৃহীত বঙ্গবন্ধুর সম্পর্কে লেখা বইগুলো পড়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবনাচরণ সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারবে।