সৈয়দ আরাফাত হোসেন তাজ
অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২২-২৩ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মল্লিক , (দৈনিক ইনকিলাব/লোকসমাজ), সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান (দৈনিক গ্রামের কাগজ/মানবজমিন), সহ-সভাপতি এসএম মুজিবর রহমান (দৈনিক প্রবাহ), সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ (দৈনিক স্পন্দন), যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ (দৈনিক কালের কন্ঠ), সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স (দৈনিক নওয়াপাড়া), কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান (দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক), দপ্তর ও গণ সংযোগ সম্পাদক শাহিন আহমেদ (দৈনিক সময়ের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন (দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা (দৈনিক বাংলাদেশ টুডে), তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন (দৈনিক যুগান্তর), কার্যনির্বাহী সদস্য মোঃ সেলিম হোসেন (দৈনিক নিউনেশন)। গত ১২ ডিসেম্বর নিবার্চন পরিচালনা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ভোটারদের আপত্তি গ্রহণ ও ভোটার তালিকা সংশোধন শেষে ১৫ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ১৮ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ। ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দান করা হয়। প্রতাহারের শেষ সময়ের পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুনীল দাস শুক্রবার সন্ধ্যায় কোন পদে একের অধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নওয়াপাড়া প্রেসক্লাবের ২০২২ -২০২৩ সালের ১২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নতুন কমিটি ঘোষণা শেষে প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ ও সদস্যদের আন্তরিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।